চঞ্চল চৌধুরীর নতুন ধামাকা | Karagar (কারাগার) Prat 1 Trailer Review, Brackdown | Chanchal Chowdhury, Syed ahmed shawki.<br />#CineVerse #karagar #chanchalchowdhury <br />আকাশনগর সেন্ট্রাল জেলে ৫০ বছর ধরে বন্ধ ১৪৫ নম্বর সেল। হঠাৎ এক দিন সেখানে পাওয়া গেল অতিরিক্ত একজন কয়েদিকে। এই কয়েদি কোথা থেকে এল? আর কীভাবে এল এই বন্ধ সেলে? এই রহস্য নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নিয়ে আসছে অরিজিনাল সিরিজ ‘কারাগার’। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।